নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। রবিবার (৫ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের মুখোমুখি মাহমুদুল্লাহ রিয়াদের দল।
এই ম্যাচেও নিউজিল্যান্ড নেমেছে তিন পরিবর্তন নিয়ে। বাদ পড়েছেন ব্রেসওয়েল, সিয়ার্স ও ব্যানেট। একাদশে ঢুকেছেন স্কট কাগেলেইন, জ্যাকব ডাফি ও ফিন অ্যালেন।
নিউজিল্যান্ড একাদশ : টম ল্যাথাম (অধিনায়ক, উইকেট রক্ষক), রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, কোল ম্যাককনচি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, স্কট কাগেলেইন ও জেকব ডাফি।
অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জেতার সুযোগ বাংলাদেশের সামনে। সিরিজের তৃতীয় ম্যাচ জিতলেই দুই ম্যাচ হাতে রেখেই ইতিহাস গড়া হয়ে যাবে টাইগারদের।
প্রথম দুই ম্যাচে জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। পরের ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। যদিও ৪ রানে ম্যাচটি জিতে শেষ হাসি হাসে রিয়াদবাহিনী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ