৯ ডিসেম্বর, ২০২১ ০০:২৮

পেলে আবারও হাসপাতালে

অনলাইন ডেস্ক

পেলে আবারও হাসপাতালে

পেলে। ফাইল ছবি

কোলন টিউমারে আক্রান্ত ফুটবলের জীবন্ত কিংবদন্তি এডসন আরন্তেস ডো নাসিমেন্তো পেলেকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ৮১ বছর বয়সী এ সাবেক ফুটবলারের বর্তমান অবস্থা স্থিতিশীল। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের। 

খবরে বলা হয়েছে- বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগামী কিছুদিনের মধ্যেই পেলেকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। তিনি এখন তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। 

অস্ত্রোপচারের মাধ্যমে কোলন টিউমারের অপসারণের জন্য গত সেপ্টেম্বরে হাস্পাতালে নেওয়া হয় পেলেকে। তখন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, তার কেমোথেরাপি চলবে।

গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পেলে জানিয়েছিলেন, তিনি সুস্থ আছেন। যত দিন গড়াচ্ছে তত তিনি ভালো অনুভব করছেন।

১৯৫৮, ১৯৬২ আর ১৯৭০ বিশ্বকাপ জয়ের মাধ্যমে বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ জেতার কীর্তি গড়েন পেলে। জাতীয় দল ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করার মাধ্যমে তিনি দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে যৌথভাবে তাকে গত শতাব্দীর সেরা ফুটবলারের স্বীকৃতি দেয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর