সাবেক ফিফা সভাপতি সেফ ব্লাটার মনে করেন, কাতারকে ফুটবল বিশ্বকাপের আয়োজক বানানো ছিল ভুল সিদ্ধান্ত। যদিও তার আমলেই বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছিল কাতার।
সমকামিতার বিরুদ্ধে অবস্থান, অভিবাসী শ্রমিকদের সাথে অমানবিক আচরণসহ নানারকম অভিযোগ আছে আয়োজক দেশটির বিরুদ্ধে।
সেপ ব্ল্যাটার বলেন, ‘দেশ হিসেবে ওটা খু্বই ছোটো, ফুটবল ও বিশ্বকাপ অনেক বড় জিনিস।’
ফুটবল বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে এই আসর বসছে। ২০ নভেম্বর পর্দা ওঠা এই আসর চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
ব্ল্যাটারের মতে, ‘এটা খুবই খারাপ সিদ্ধান্ত ছিল এবং আমি প্রেসিডেন্ট হিসেবে এর জন্য দায়ী।’ এই সিদ্ধান্তের জন্য সাবেক উয়েফা বস প্লাতিনিকে দায়ী করেছেন তিনি। তার মতে প্লাতিনির ভোটে কাতার আয়োজক হতে পেরেছিল, তিনি নিজে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রকে ২০২২ বিশ্বকাপের আয়োজক করতে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল