বুন্দেসলিগায় ভার্ডার ব্রেমেনের বিপক্ষে ৬-০ গোলের বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে বায়ার্ন মিউনিখ।
১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই ছিল বায়ার্ন। তবে দুইয়ে থাকা এসসি ফ্রেইবার্গের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ছিল মাত্র ১ পয়েন্টের। ফলে যে কোনো সময় শীর্ষস্থান হারানোর ভয় ছিল তাদের।
তবে মঙ্গলবার (০৮ নভেম্বর) ভার্ডারের বিপক্ষে তারা যেখাবে আধিপত্য দেখিয়ে জয় তুলে নিয়েছে তাতে ফ্রেইবার্গের বিপক্ষে তাদের পয়েন্ট ব্যবধান বেড়েছে ৪ পয়েন্টের। যদিও দুইয়ে থাকা দলটি বায়ার্নদের তুলনায় একটি ম্যাচ কম খেলেছে। তবে আরেক রাউন্ড পর্যন্ত নিশ্চিতভাবে শীর্ষস্থান নিজেদের দখলেই রাখতে পেরেছে ইউলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা।
ভার্ডারের বিপক্ষে এদিন ঘরের মাঠে ম্যাচের শুরুর মাত্র ৬ মিনিটেই লিড পায় বায়ার্ন। ডি বক্সে সাদিও মানের জোরালো শট প্রতিপক্ষের ডিফেন্ডার বাধায় ফিরে আসলে, ফিরতি শটে জালবন্দি করেন জামাল মুসিয়ালা। এর চার মিনিট পরই অবশ্য স্বাগতিক সমর্থকদের হতাশায় ডুবিয়ে দলকে সমতায় ফেরান ওয়ার্ডারের অ্যান্থোনি জাঙ্গ। ম্যাচের ১৭ মিনিটে পেনাল্টি থেকে স্পট কিক নিতে ব্যর্থ হন মোতিং।
২০ মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়েন সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে। তার বদলি হিসেবে নামেন লেরয় সানে। এর দুই মিনিট পরই লিডে ফেরে বায়ার্ন। ডি বক্সে বায়ার্ন ফরোয়ার্ডের একাধিক আক্রমণ ঠেকালেও বল পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি ভার্ডারের ডিফেন্ডাররা। বল চলে যায় বাম প্রান্তে অরক্ষিত জিন্যাব্রির কাছে। জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
২৬ মিনিটে কিমিখের পাস থেকে বল জালে জড়ান লিও গোয়েতজকা। দুই মিনিট পর লেরয় সানের পাস থেকে ভার্ডারের জালে হালি গোল পূর্ণ করেন জিন্যাব্রি। বিরতির পর ম্যাচের শেষদিকে হ্যাটট্রিক তুলে নেন জিন্যাব্রি। ৮২ মিনিটে তাকে পাস দেন নুসে মাজয়াউই। এর দুই মিনিট পর ভার্ডারের কপিনে শেষ পেরেকটি ঠুকেন ম্যাথিস তেল। শেষ পর্যন্ত ৬-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।
বিডি-প্রতিদিন/ এ এস টি