২০ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে দল ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। সেলেসাও কোচ তিতের ঘোষিত দলে চমক দুটি। এক. ইংলিশ ক্লাব লিভারপুলের স্ট্রাইকার রর্বাতো ফিরমিনোর জায়গা না পাওয়া। অন্যটি মেক্সিকান ক্লাব পুমাসে খেলা বুড়ো দানি আলভেসের অন্তর্ভুক্তি।
এক সময় বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজি মাতানো ৩৯ বছর বয়সী রাইটব্যাক পেশাদার ফুটবলে সর্বোচ্চ ৪৬টি শিরোপা জিতেছেন। ক্যারিয়ারের শেষ সময়ে আলভেসের একটাই আক্ষেপ বিশ্বকাপ উঁচিয়ে ধারার।
তিতের মতে, ‘আলভেস তার দলের আর্টিকুলেটর। যিনি ভালো আইডিয়া দিতে পারেন। তিনি দলে থাকলে কৌশলগত দিক থেকে সুবিধা পাবে ব্রাজিল, ‘একজন সংগঠক, বুদ্ধিদাতা হিসেবে সে দলে যে টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল বিষয় যোগ করতে পারে তা অসাধারণ। সে ৬০-৭০ মিটারের খেলোয়াড় নয় এটা ঠিক, কিন্তু তার অন্য গুনাবলী আছে। যে কারণে মানসিক ও শারীরিক বিষয়ের পাশাপাশি টেকটিকের দিক থেকে সে এগিয়ে।’
আলভেস হাঁটুর ইনজুরিতে এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে রয়েছেন। তবে ব্রাজিল দলের চিকিৎসক ফ্যাবিও আশা করছেন কাতারের বিমান ধরার আগেই ম্যাচ খেলার মতো ফিটনেস পেয়ে যাবেন আলভেস। তিনি বলেন, ‘আমরা ওর ইনজুরির বিষয়টি খুব কাছ থেকে খেয়াল রাখছি। বার্সেলোনার চিকিৎসকের থেকে যে ডাটা পেয়েছি সেই অনুযায়ী, সে ফিট হয়ে উঠবে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ