চিলি আর পেরুর আবেদন বাতিল হওয়ায় কাতার বিশ্বকাপে খেলতে বাধা নেই ইকুয়েডরের। বিশ্বকাপ থেকে বাদ ইকুয়েডরকে বাদ দেয়ার আবেদন জানিয়েছিল দেশ দুইটি।
গতকাল মঙ্গলবার এই আবেদনেরই নিষ্পত্তি করেছে বৈশ্বিক ক্রীড়া সর্বোচ্চ আদালত দ্য কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)। পেরু এবং চিলির আবেদন খারিজ করে দিয়েছে আদালতটি জানিয়েছে, বিশ্বকাপে খেলতে কোনো বাধা নেই ইকুয়েডরের।
ইকুয়েডরের বিশ্বকাপে খেলা নিশ্চিত করা হলেও একটি শাস্তি তাদেরকে দিয়েছে খেলাধুলার আদালত। ভুয়া কাগজপত্র সরবরাহের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৬ বিশ্বকাপে লাতিন আমেরিকা বাছাইপর্বে ইকুয়েডর যে পয়েন্ট অর্জন করবে, সেখান থেকে ৩ পয়েন্ট কাটা যাবে।
বিডি প্রতিদিন/নাজমুল