আসছে ২৩ ডিসেম্বরে নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। এদিন ভারতের কোচিতে হবে আসছে আইপিএলের মিনি নিলাম। ফ্র্যাঞ্চাইজিগুলির হাতে যত টাকা থাকবে, সেটা ছাড়াও বাড়তি পাঁচ কোটি টাকা খরচ করতে পারবে তারা। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজিদের হাতে মোট ৯৫ কোটি রুপি থাকছে।
কোন কোন খেলোয়াড়দের ছেড়ে দেওয়া হবে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলিকে সেই তালিকা জমা দিতে হবে। এরপরই বোঝা যাবে যে কোন দল কত টাকা নিয়ে মিনি নিলামে নামতে চলেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মিনি নিলামের তালিকায় খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এতে থাকার সম্ভাবনা রয়েছে বেন স্টোকস, স্যাম কারান এবং ক্যামেরুন গ্রিনদের নাম।
যদি তারা নিলামের জন্য নিজেদের নাম দেন তাহলে তারা যে ঝড় তুলবেন, তা বলাই যায়। গতবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মোস্তাফিজুর রহমান। এবার তাসকিন আহমেদ-লিটন দাসরা সুযোগ পাবেন, এমন আশা রয়েছে সমর্থকদের। সূত্র : ইএসপিএন ক্রিক ইনফো।
বিডি-প্রতিদিন/শফিক