স্বাধীনতা কাপের উদ্বোধনী দিনে ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে 'এ' গ্রুপের ম্যাচে আজ ফর্টিস এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জামাল ভুঁইয়ারা।
ম্যাচে দুই দলই সমান তালে লড়েছে। সুযোগ কাজে লাগিয়ে ৩৭ মিনিটে এগিয়ে যায় নবাগত ফর্টিস।
কর্নার থেকে আসা বলে লাফিয়ে হেড করে লক্ষ্যভেদ করেন দলটির ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো অগোস্তো। পিছিয়ে পড়া শেখ রাসেল ম্যাচে ফিরতে আক্রমণে আরো মনোযোগী হয়। যদিও প্রথমার্ধে গোলের দেখা পায়নি জুলফিকার মাহমুদ মিন্টুর দল।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরার রসদ পায় শেখ রাসেল। ৫২ মিনিটে রাসেলের হয়ে গোল করেন এমফন উদো। প্রতিপক্ষের রক্ষণে বল কেড়ে নিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাম পায়ের প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান এই ফরোয়ার্ড। বাকি সময়ে কোনো দলই আর লক্ষ্যভেদ করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।
আগামী ১৭ নভেম্বর পরের ম্যাচে শেখ রাসেলের প্রতিপক্ষ বাংলাদেশ নৌ-বাহিনী।
বিডি প্রতিদিন/আরাফাত