মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রবিবার (১৩ নভেম্বর) পর্দা নামল টি-টোয়েন্টি বিশ্বকাপের। এরপরই আইসিসি টুর্নামেন্ট সেরা দল ঘোষণা করেছে। এবারের আইসিসির নির্বাচিত সেরা দলে চ্যাম্পিয়ন ইংল্যান্ড থেকে রয়েছেন সর্বোচ্চ চারজন খেলোয়াড়। এছাড়াও ভারত এবং পাকিস্তান থেকে দুইজন করে টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান দলে জায়গা পেয়েছেন।
এমসিজিতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি শিরোপা জেতে ইংল্যান্ড। চ্যাম্পিয়ন হওয়ার পরই টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান দল ঘোষণা করা হয়েছে।
আইসিসির নির্বাচিত দলের ওপেনিংয়ে দুই ইংলিশ তারকা অ্যালেক্স হেলস ও জস বাটলারকে রাখা হয়েছে। তিন নম্বর পজিশনে বিরাট কোহলি, চারে আরেক ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। মিডল অর্ডারে রাখা হয়েছে কিউই ব্যাটার গ্লেন ফিলিপস, জিম্বাবুইয়ান অলরাউন্ডার সিকান্দার রাজা এবং পাকিস্তানের শাদাব খানকে।
পেস অ্যাটাকে ফাইনাল ও টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা স্যাম কুরানের সঙ্গে আছেন প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়া, মার্ক উড এবং শাহীন শাহ আফ্রিদির মতো বড় তারকারা। হার্দিক পান্ডিয়াকে রাখা হয়েছে ১২তম সদস্য হিসেবে।
আইসিসির নির্বাচিত টুর্নামেন্ট সেরা দল:
অ্যালেক্স হেলস, জস বাটলার, ভিরাট কোহলি, সুরিয়াকুমার যাদব, গ্লেন ফিলিপস, সিকান্দার রাজা, শাদাব খান, স্যাম কুরান, আনরিখ নরকিয়া, মার্ক উড, শাহীন শাহ আফ্রিদি এবং হার্দিক পান্ডিয়া (১২তম)।
বিডি-প্রতিদিন/আব্দদুল্লাহ