পাকিস্তান হয়তো আবারও কয়েক মাসের জন্য শাহীন শাহ আফ্রিদিকে হারাতে যাচ্ছে। আগামী ডিসেম্বর থেকে জানুয়ারিতে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে সম্ভবত মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।
গত রবিবার মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে হাঁটুতে চোট পান পাকিস্তানি পেসার, যে চোটের সঙ্গে প্রায় চার মাস লড়াই করে সেরে উঠেছিলেন তিনি।
আফ্রিদির স্থলাভিষিক্ত হিসেবে প্রথমবার লাল বলের ক্রিকেটে নাম লিখতে পারেন হারিস রউফ।
গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ফিল্ডিংয়ের সময় চোট পান আফ্রিদি। সাড়ে তিন মাস ছিলেন মাঠের বাইরে। ইংল্যান্ডের বিপক্ষে হোম টেস্ট সিরিজে বিশ্রামে ছিলেন তিনি এবং লন্ডনে পুনর্বাসন করেন। সুস্থ হওয়ায় বিশ্বকাপ দলে ফেরেন এবং ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই খেলেছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ