দক্ষিণ আফ্রিকার লাল বলের ক্রিকেটে আবারও দেখা যাবে রাসি ফন ডার ডুসেন ও টেম্বা বাভুমাকে। আগামী ১৭ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট দলে ফিরেছেন তারা।
১৬ জনের এই দলে নতুন মুখ জেরাল্ড কোয়েটজি। এই মৌসুমে চারদিনের ফ্র্যাঞ্চাইজি সিরিজে নাইটসের হয়ে সর্বাধিক ১৫ উইকেট তার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেটশিকারি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পাওয়া নিয়মিত স্পিনার কেশব মহারাজ সেরে উঠেছেন এবং অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। সিমন হার্মার তার ব্যাকআপ।
আগামী ১৭ ডিসেম্বর ব্রিসবেনে হবে প্রথম টেস্ট। ২৬ ডিসেম্বর মেলবোর্নে ও ৪ জানুয়ারি সিডনিতে হবে শেষ দুই ম্যাচ।
দক্ষিণ আফ্রিকা টেস্ট দল:
ডিন এলগার (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), জেরাল্ড কোয়েটজি, সারেল আরউই, কাইল ভেরিয়েন্নে, মার্কো জানসেন, থিউনিস ডি ব্রুইন, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, টেম্বা বাভুমা, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়ে, খায়া জোন্ডো, সিমন হার্মার, গ্লেন্টন স্টুরম্যান, রাসি ফন ডার ডুসেন
বিডি প্রতিদিন/ ওয়াসিফ