১৯ জানুয়ারি, ২০২৩ ০১:৪৫

শুভমন গিলের ডাবল সেঞ্চুরির ম্যাচে ভারতের জয়

অনলাইন ডেস্ক

শুভমন গিলের ডাবল সেঞ্চুরির ম্যাচে ভারতের জয়

তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হায়দরাবাদে বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি ভারতীয় দল।

শ্রীলঙ্কাকে হেলায় হারালেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিতদের যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সেটা বোঝা যায় সিরিজের প্রথম ম্যাচেই।

হায়দরাবাদে নিউজিল্যান্ডকে সাড়ে ৩০০ রানের টার্গেট দিয়েও কষ্ট করে ম্যাচ জিততে হয় টিম ইন্ডিয়াকে।

১৯টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ১৪৯ বলে ২০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শুভমন গিল।

শেষ ওভারে শার্দুল ঠাকুরের প্রথম বলে ছক্কা মারেন ব্রেসওয়েল। তার পরেই ওয়াইড বল করেন শার্দুল। পুনরায় দ্বিতীয় দল করতে এসে ব্রেসওয়েলকে এলবিডব্লিউর ফাঁদে জড়ান ঠাকুর। রিভিউ নিয়েও বাঁচেননি ব্রেসওয়েল। 

ভারতের ৮ উইকেটে ৩৪৯ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৯.২ ওভারে ৩৩৭ রানে অল-আউট হয়। ভারত ১২ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে। 

ট্র্যাজিক হিরো হয়ে থেকে যেতে হয় ব্রেসওয়েলকে। তিনি ১২টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৭৮ বলে ১৪০ রান করে আউট হন। শার্দুল ৭.২ ওভারে ৫৪ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। ১ রানে অপরাজিত থাকেন টিকনার। হায়দরাবাদের জয়ের সুবাদে ৩ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায় টিম ইন্ডিয়া।

বিডি প্রতিদিন/জুনাইদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর