উসমান দেম্বেলে ও পেদ্রি নেই আগে থেকেই। তার মাঝেই আরও একটা উদ্বেগের খবর পেল বার্সেলোনা। হাঁটুতে চোট পেয়েছেন আনসু ফাতি।
বার্সেলোনা এক টুইটে শুক্রবার জানিয়েছে, অনুশীলনের সময় বাম হাঁটুতে আঘাত পেয়েছেন ফাতি। স্প্যানিশ ক্লাবটি বলেছে, ‘আপাতত তিনি (ফাতি) খেলতে পারছেন না। তার মাঠে ফেরা নির্ভর করবে সেরে ওঠার উপর।’
আগামী রবিবার লা লিগার ম্যাচে আলমেরিয়ার মাঠে খেলবে কাতালান জায়ান্টরা। আর নিশ্চিতভাবেই সে ম্যাচে ফাতিকে পাওয়া যাবে না।
এই মৌসুমে চেনা ছন্দে দেখা যায়নি ফাতিহকে। ২১ ম্যাচ খেলে ফাতি তিনি করেছেন ৩ গোল।
বিডি প্রতিদিন/নাজমুল