ফ্রেঞ্চ লিগ ওয়ানে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে প্যারিস জায়ান্ট পিএসজি। এবার লিগটির বর্ষসেরা ফুটবলারের পুরস্কার উঠেছে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের হাতে।
এ মৌসুমে ২৮ গোল করেছেন এমবাপ্পে।
এমবাপ্পের এমন দুর্দান্ত পারফরম্যান্সে লিওনেল মেসিরও সহযোগিতায় আছে বেশ। লিগে মেসি এ পর্যন্ত ১৬টি অ্যাসিস্ট করেছেন। যার বেশির ভাগই এমবাপ্পের গোলে।তাই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে মেসিকে ধন্যবাদ দিলেন এমবাপ্পে। তিনি বলেছেন, ‘অবশ্যই আমি লিওকে ধন্যবাদ জানাতে চাই। সব খেলোয়াড়ের মতো সেও আমাকে অনেক সাহায্য করেছে।’
বিডি প্রতিদিন/নাজমুল