১০ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৫৫

ভারত-পাকিস্তান লড়াই: নিজেদের এগিয়ে রাখছেন বাবর

অনলাইন ডেস্ক

ভারত-পাকিস্তান লড়াই: নিজেদের এগিয়ে রাখছেন বাবর

বাবর আজম

শ্রীলঙ্কায় প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মাথায় নিয়ে খেলা হচ্ছে এশিয়া কাপের। পাল্লেকেলেতে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান ম্যাচ। এবার সুপার ফোরে আজ রবিবার মুখোমুখি ভারত ও পাকিস্তান। দুই ক্রিকেট পরাশক্তির ম্যাচটি হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

দুই দলের লড়াইয়ের আগে শুরু হয় কথার লড়াইও। সুপার ফোরে আজকের ম্যাচের আগে পাকিস্তানকে ভারতের চেয়ে এগিয়ে রেখেছেন দলটির অধিনায়ক বাবর আজম।  এর পেছনের কারণও অবশ্য ব্যাখ্যা করেছেন তিনি। মূলত সাম্প্রতিক সময়ে অনেক বেশি শ্রীলঙ্কায় খেলার কারণেই নিজেদের এগিয়ে রাখছেন পাকিস্তান অধিনায়ক। জুলাইয়ে শ্রীলঙ্কায় টেস্ট খেলার পর বেশ কয়েকজন ক্রিকেটার খেলেছেন লঙ্কান প্রিমিয়ার লিগে। পরে আফগানিস্তানের বিপক্ষেও শ্রীলঙ্কাতেই সিরিজ খেলেছে পাকিস্তান। 

বাবর আজম বলেন, পাকিস্তান ও শ্রীলঙ্কায় আমরা যেভাবে ক্রমাগত ক্রিকেট খেলে যাচ্ছি, আপনি বলতেই পারেন যে আমরা ভারতের চেয়ে কিছুটা এগিয়ে আছি। আমরা গত আড়াই মাস ধরে শ্রীলঙ্কায় খেলছি। টেস্ট ম্যাচ ছিল, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ এরপর এলপিএল...তো এটা বলাই যায় আমরা বাড়তি সুবিধা পাবো।

এদিকে, ক্রিকেটের দুই পরাশক্তির মহারণ যেন বৃষ্টিতে ভেসে না যায়, সে জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। এ নিয়ে সমালোচিত হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। কারণ, অন্য দলগুলোর ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়নি। ১৭ সেপ্টেম্বরের ফাইনালে অবশ্য রাখা হয়েছে রিজার্ভ ডে। এশিয়া কাপ ক্রিকেট ইতিহাসে কোনো দলের সুবিধার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি এর আগে। 

রোহিত শর্মার ভারত ও বাবর আজমের পাকিস্তানের হেভিওয়েট ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়। রিজার্ভ ডের নিয়ম অনুযায়ী বৃষ্টিতে যেখানে খেলা বন্ধ হয়ে যাবে, পরের দিন সেখান থেকে শুরু হবে ম্যাচ। আবহাওয়ার সংবাদ অনুযায়ী- দুই হেভিওয়েটের লড়াইয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর