উগান্ডার প্রখ্যাত ম্যারাথন দৌড়বিদ রেবেকা চেপতেগেই প্রেমিকের নির্মম আক্রমণের শিকার হয়ে কেনিয়ার একটি হাসপাতালে মারা গেছেন। ৩৩ বছর বয়সী এই অ্যাথলেটের শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছিল। তার প্রেমিক ডিকসন এনডিয়েমা পেট্রল ঢেলে আগুন তার গায়ে ধরিয়ে দেন। কেনিয়ার ট্রান্স-এনজোইয়া কাউন্টির বাড়িতে ১ সেপ্টেম্বর এই মর্মান্তিক ঘটনা ঘটে।
চেপতেগেই প্যারিস অলিম্পিকে অংশ নিয়ে মেয়েদের ম্যারাথনে ৪৪তম স্থান অর্জন করেছিলেন। মৃত্যুর আগে মোই টিচিং অ্যান্ড রেফারেল হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত রাত থেকে তার শরীরের কোনো অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছিল না, এবং আজ ভোরে তার মৃত্যু হয়।
উগান্ডা অলিম্পিক কমিটির সভাপতি ডোনাল্ড রুকারে সামাজিক মাধ্যমে চেপতেগেইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন, ‘আমরা একজন প্রতিভাবান ক্রীড়াবিদকে হারিয়েছি। এ ধরনের কাপুরুষোচিত আক্রমণ অত্যন্ত নিন্দনীয়।’ চেপতেগেইয়ের এই মর্মান্তিক মৃত্যু ক্রীড়া মহলে গভীর শোকের ছাপ ফেলেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল