শতভাগ সাফল্য ধরে রেখে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্ব শেষ করতে পারেনি লিভারপুল। পিএসভি আইন্দহোভেনের কাছে ৩-২ গোলে হেরেছে তারা। অবশ্য আর্নে স্লটের মিশন সফল, এই পর্ব তারা শেষ করেছে শীর্ষে থেকে।
বুধবার রাতে পিএসভির ঘরের মাঠে গড়ানো ম্যাচটিতে পাঁচটি গোলই হয়েছে প্রথমার্ধে।
২৮তম মিনিটে লিভারপুলকে লিড এনে দেন কডি গাকপো। অবশ্য বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি লিভারপুল। ৩৫ মিনিটে সমতায় ফেরান জোহান বাকায়োকা।
পাঁচ মিনিট পর ফের লিভারপুলকে এগিয়ে নেন হার্ভি এলিয়ট। কিন্তু হাফটাইমের ঠিক আগে দুই গোল শোধ দিয়ে লিড নেয় পিএসভি। ৪৫ মিনিটে ইসমায়েল সাইবারি সমতা ফেরান। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে রিকার্ডো পেপি করেন তৃতীয় গোল।
আমারা নাল্লো লাল কার্ড দেখায় শেষ তিন মিনিট ১০ জন নিয়ে খেলেছে লিভারপুল। হেরেও ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই পরের রাউন্ড নিশ্চিত করেছে অলরেডরা।
বিডি প্রতিদিন/কেএ