চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ আগেই নিশ্চিত ছিল রিয়াল মাদ্রিদের। ব্রেস্টের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে লড়াইটা ছিল সরাসরি শেষ ষোলোর টিকিটের। সেই জন্য নিজেদের জয়ের পাশাপাশি দরকার ছিল ভাগ্যও। নিজেরা জিতলেও ভাগ্য ধরা দেয়নি। তাই সরাসরি শেষ ষোলোতেও যাওয়া হয়নি গ্যালাকটিকোসদের।
বুধবার রাতে ব্রেস্টকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচে জোড়া গোল করেছেন রদ্রিগো, একটি এসেছে বেলিংহ্যামের পা থেকে।
২৭তম মিনিটে রিয়াল মাদ্রিদকে লিড এনে দেন রদ্রিগো। বাঁ প্রান্ত থেকে বল নিয়ে ডি বক্সে ঢুকে কোণাকুণি শটে দারুণ এক গোল করেন ব্রাজিলিয়ান তারকা। লুকাস ভাসকেজের অ্যাসিস্টে বেলিংহ্যাম গোলটি করেন ম্যাচের ৫৫ মিনিটে।
৭৮তম মিনিটে জোড়া গোল পূর্ণ করেন রদ্রিগো। ব্রেস্টের গোলরক্ষক এমবাপ্পের শট ফিরিয়ে দিলে ফিরতি বল পান রদ্রিগো। কালক্ষেপণ না করে প্রথম টাচেই বল জালে জড়ান তিনি। ফলে প্রথম ৫ ম্যাচের মধ্যে তিনটিতে হারা রিয়াল লিগ পর্ব শেষ করল টানা তিন ম্যাচ জিতে।
সরাসরি শেষ ষোলোতে যেতে লিগপর্বের পয়েন্ট টেবিলের অন্তত সেরা আটে থাকতে হয়। শুরুর দিকে পয়েন্ট হারাতে হারাতে সে দৌড়ে অনেকটা পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। তারা লিগ পর্ব শেষ করেছে টেবিলের ১১ নম্বরে থেকে। তাই শেষ ষোলোর টিকিটের জন্য তাদের খেলতে হবে প্লে-অফ। এই পর্বে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি অথবা সেল্টিক। সিটির বিপক্ষে পড়লে নিঃসন্দেহে কঠিন পরীক্ষা দিতে হবে তাদের।
বিডি প্রতিদিন/কেএ