চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতকে ২৬৫ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে স্টিভেন স্মিথ সর্বোচ্চ ৭৩ ও অ্যালেক্স ক্যারি করেছেন ৬১ রান।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২৬৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
ম্যাথু শর্ট ইনজুরিতে পড়ায় কুপার কনোলির ওপর ভরসা রেখেছিল অজিরা। তবে মোহাম্মদ শামির বলের সামনে খাবি খেয়ে ৯ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন তিনি।
প্রথম ওভারে শামিকে রিটার্ন ক্যাচ দিয়ে বেঁচে যান ট্রাভিস হেড। শুরুতে কিছুটা খাবি খেলেও সময়ের সঙ্গে খোলস ছেড়ে বের হতে থাকেন।
কিন্তু বরুণ চক্রবর্তী বোলিংয়ে এসেই হেডকে ফেরান। উড়িয়ে মারতে গিয়ে শুভমান গিলের হাতে ধরা পড়েন হেড। আউট হওয়ার আগে ৩৩ বলে ৫ চার ও ২ ছয়ে ৩৯ রান করেন এই ওপেনার।
তৃতীয় উইকেটে ভালো একটা জুটি গড়েন অধিনায়ক স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন। ৫৬ রানের এই জুটি ভাঙে লাবুশেনের বিদায়ে। জাদেজার বলে এলবিডব্লিউ হন ৩৬ বলে ২ চার ও ১ ছয়ে ২৯ রান করা লাবুশেন।
ভালো খেলতে খেলতে ভুল শট খেলে জাদেজার বলে কোহলির হাতে ক্যাচ দেন জশ ইংলিশ। ১২ বলে ১১ রান করেন তিনি।
অবশ্য টিকে ছিলেন স্মিথ। যদিও তার ক্যাচ ফেলেছেন শামি। একবার স্টাম্পে বল লাগলেও বেল না পড়ায় বেঁচে গেছেন। দুইশর কাছাকাছি গিয়ে স্মিথও আউট হয়ে যান। শামির বলে বোল্ড হওয়ার আগে ৯৬ বলে ৪ চারও ১ ছয়ে ৭৩ রান করেন অজি অধিনায়ক।
এরপর অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে যান গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ৭ রান করেন তিনি।
বিডি প্রতিদিন/কেএ