চালকবিহীন বিমান অর্থাৎ ড্রোনের কথা বলার সঙ্গে সঙ্গে সবার আগে আফগানিস্তান কিংবা পাকিস্তানের জঙ্গি আস্তানায় মার্কিন জোটের বিমান হামলার কথা মনে পড়ে। অনেক জায়গায় ড্রোনের মাধ্যমে নজরদারির কাজও করা হচ্ছে। তবে ডেনমার্কের বিজ্ঞানীরা ড্রোনকে ব্যবহার করতে চাইছেন পোকা দমনে।
তারা এমন এক ধরনের ড্রোন তৈরির চেষ্টা করছেন যা পোকা নিধনে ব্যবহার করা হবে। বিজ্ঞানীরা এই ড্রোনের নাম দিয়েছেন, ‘ইকো ড্রোন’। অর্গানিক খামার অর্থাৎ যেসব খামারে পোকা দমনে কোনো ধরনের কীটনাশক বা রাসায়নিক ব্যবহার করা হয় না সেসব খামারে এসব ড্রোন ব্যবহার করা হবে।
এই ড্রোন দেখতে অনেকটা লেডিবার্ডের মত হবে। তবে এটি অন্য লেডিবার্ডগুলোকে তাড়াবে আর চাষবাসের জমিকে রাখবে পোকামুক্ত। ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্কের গবেষক সোরেন ওয়াটার বোর্গ বলেছেন, আমাদের এখন প্রধান চ্যালেঞ্জ এমন প্রযুক্তি আবিষ্কার করা যাতে এই ড্রোন উড়ে গিয়ে পোকা খুঁজে সেগুলোকে মারতে পারে। ১৩ লাখ ডলারের এই প্রকল্পে সহায়তা করছে ডেনিশ সরকার।
বিডি প্রতিদিন/০৫ জুন ২০১৬/হিমেল-০৫