ব্যস্ততার কারণে টিভির সামনে বসে রিমোট হাতে চ্যানেলে চ্যানেলে ঘুরতে পারেন না যারা তাদের জন্য সুখবর। এখন থেকে ভারতীয়রা ৩০০ টিভি চ্যানেল পকেটে নিয়েই ঘুরতে পারবে। বাসে বা গাড়িতে কিংবা রিকশায় বসেই দেখে নিতে পারবে তাজা খবর। সকালে উঠে তাড়াহুড়োয় খবরের কাগজে চোখ বুলাতে না পারার মনোকষ্টটাও আর থাকবে না। অফিসে কাজের ফাঁকেই দেখে নেওয়া যাবে দেশ–বিদেশের খবর। আর এসবই সম্ভব করছে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। ইতোমধ্যে তারা বাজারে এনেছে ‘লাইফ’ মোবাইল হ্যান্ডসেট। যা কিনলে ফ্রি পাওয়া যাবে জিও ৪–জি সিম। ৯০ দিন যত ইচ্ছে ব্যবহার করা যাবে ইন্টারনেট। কথাও বলা যাবে যত খুশি। এমনকি অডিও কলের মতো সরাসরি ভিডিও কলও করা যাবে।
রিলায়েন্স জিও'র এক কর্মকর্তা জানিয়েছেন, বেশির ভাগ ক্ষেত্রেই ল্যান্ডলাইন বা মোবাইল ফোনে কারও সঠিক কণ্ঠস্বর শোনা যায় না। অর্থাৎ সামনাসামনি কথা বলার সময় যে কণ্ঠস্বর শোনা যায়, ফোনে তার থেকে কিছুটা আলাদা লাগে। কিন্তু রিলায়েন্স জিও–য় সেই সমস্যা থাকবে না। সামনাসামনি কথা বলার যে আওয়াজ, মোবাইলেও সেরকমই শোনা যাবে। কারণ তাদের এই ৪–জি পরিষেবা। তবে সব থেকে বড় চমক রয়েছে তাদের অ্যাপ ‘জিও প্লে’–তে। কী আছে সেখানে? নানা ভাষায় ৩০০টি টিভি চ্যানেল। বাংলা, হিন্দি, ইংরেজি, গুজরাটি, মারাঠি, ওড়িয়া, মালয়ালম, ভোজপুরিসহ ১৫টি ভারতীয় ভাষায় ৩০টি এইচ ডি চ্যানেল। যেখানে খুশি লাইভ অনুষ্ঠান দেখা যাবে। এর মধ্যে ফোন এলেও অসুবিধা নেই। সিরিয়ালটি ‘হোল্ড’ করে কথা বলে নেওয়া যাবে। যদি মনে হয় কথা বলার সময় সিরিয়ালের যে অংশটুকু হয়ে গেছে তা দেখবেন, অসুবিধা নেই। যেখানে হোল্ড করা হয়েছিল তারপর থেকেই দেখা যাবে। এর জন্য কোনও ডাউনলোড করতে হবে না। কারণ উপগ্রহের মাধ্যমেই সরাসরি টিভি–র অনুষ্ঠান দেখা যাবে। আর যদি মনে হয় ওই অংশটা না দেখে লাইভ দেখবেন তা–ও হবে। শুধু তাই নয়, অনুষ্ঠান ৭ দিন পর্যন্ত রেকর্ডিং করা থাকবে। যখন খুশি দেখে নেওয়া যাবে। ঘরে বসে টিভিতে নয়, পকেট থেকে মোবাইল ফোনটি বের করে যেখানে খুশি দেখে নেওয়া যাবে সিনেমা, খবর। শোনা যাবে গানও। এরকম ৮টিরও বেশি অ্যাপ্লিকেশন চালু করেছে রিলায়েন্স জিও। এর মধ্যে জিও বিটস, জিও অন ডিমান্ড, জিও চ্যাট, জিও নিউজ, জিও ম্যাক খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। জিও বিটসে রয়েছে নানা ভাষার নতুন ও পুরনো দিনের গান। জিও অন ডিমান্ডে থাকছে সিনেমা। পুরনো কিংবা নতুন দিনের সিনেমা দেখতে আর হলে যেতে হবে না। ঝকঝকে ছবি, ডি টি এস সাউন্ড পাওয়া যাবে মোবাইলেই। সংবাদপত্র যেভাবে আমার পাতা উল্টে পড়ি, মোবাইলেও সেভাবে পড়া যাবে। জিও ম্যাকে থাকবে বিভিন ম্যাগাজিন। পড়ুয়ারা যাতে বাড়িতে বসেই রেফারেন্স বই বা গ্রন্থাগারের সুবিধা দিতে পরিকল্পনা নিয়েছে রিলায়েন্স জিও। মোবাইল ফোনেই পাওয়া যাবে পড়ুয়ার চাহিদা মতো ই–বই। শুধু গুরুত্বপূর্ণ শহর নয়, গ্রামাঞ্চলেও মিলবে একই রকম ৪–জি পরিষেবা। নিজেদের স্মার্ট ফোন লাইফের (এল ওয়াই এফ) পাশাপাশি এখন জিও সিম ব্যবহার করা যাবে কয়েকটি নামী সংস্থার হ্যান্ডসেটেও। তবে খুব শিগগিরই তারা সব হ্যান্ডসেটে ব্যবহারযোগ্য করে দিতে চাইছে। সূত্র: আজকাল।
বিডি-প্রতিদিন/ ০২ আগস্ট, ২০১৬/ আফরোজ