আপাতভাবে কিছু লোগো দেখে মনে হতেই পারে বিশেষ কিছু-ই নেই। কিন্তু আদতে তা নয়। প্রতিটি লোগোই অর্থবহ। যার মধ্যে কোম্পানির দর্শন লুকিয়ে রয়েছে।
হুনদাই: লোগো দেখে যে কেউই বলবেন হুনদাই-এর আদ্যক্ষর এইচ-ই দেখানো হয়েছে এই লোগোয়। কিন্তু, আসল সত্য হল এই এইচ-এ রয়েছে দুই ব্যক্তি, যারা পরস্পরের সঙ্গে হ্যান্ডশেক করছেন। একজন ক্রেতা, অপর জন কোম্পানির প্রতিনিধি।
অ্যাডিডাস: প্রতিষ্ঠাতা অ্যাডলফ দাসলের নাম থেকেই এসেছে অ্যাডিডাস। শুরু থেকে কোম্পানির লোগোয় বেশ কয়েক বার পরিবর্তন হলেও, লেখাটির উপর দিকে তিনটি ডোরা দাগ সব সময়ই থাকে। এর পরিবর্তন হয় না। এই তিনটা ডোরা দাগ একসঙ্গে দেখতে ত্রিভুজের মতো। পাহাড়ের প্রতীকী রূপ। যার বক্তব্য, ক্রীড়াবিদদের সব সময় চ্যালেঞ্জ নিয়েই সাফল্যের শিখরে ছোঁয়ার চেষ্টা চালিয়ে যেতে হয়।
অ্যামাজন: একঝলক দেখলে মনে হতে পারে অ্যামাজন লোগোয় বিশেষত্ব বলে কিছু নেই। কিন্তু, কোম্পানির দর্শন মাথায় রেখেই তৈরি হয়েছে লোগোটি। অ্যামাজন লেখার নীচে কমলা রঙের একটি তীর চিহ্ন রয়েছে। স্মাইলের সঙ্গে যার সাদৃশ্য রয়েছে। ক্রেতাদের সন্তুষ্ট করাই যে তাদের লক্ষ্য, তা বোঝাতেই এই তীরচিহ্ন। এই তীরচিহ্নের আরও একটি বক্তব্য আছে। রেখাটি ইংরেজি হরফ এ থেকে জেড-এর দিকে গেছে। এ-জেড সব পাওয়া যায় বোঝাতেই ব্যবহার হয়েছে চিহ্নটি।
টয়োটা: জাপানি গাড়ি প্রস্তুতকারী কোম্পানি টয়োটার লোগোকে কেউ কেউ 'কাউবয় হ্যাট'-এর সঙ্গে তুলনা করে থাকেন। কিন্তু, আসলে এই লোগোয় দেখানো হয়েছে ছুঁচের চোখের ভিতর দিয়ে সুতো পরানো রয়েছে। কোম্পানি যে আগে বয়ন মেশিন বানাতো সেই ইঙ্গিত দিতেই এমন লোগো।
এলজি: দক্ষিণ কোরিয়ার বৈদ্যুৎতিক কোম্পানি এলজি-র লোগোটি আসলে ব্যক্তির স্টাইলিশ মুখের ছবি। এলজি কোম্পানির দাবি, ক্রেতাদের সঙ্গে সুন্দর, মানবিক সম্পর্ক গড়ে তোলাই তাদের লক্ষ্য। লোগটি সেই আকাঙ্ক্ষারই প্রতিনিধিত্ব করে চলেছে। সূত্র: এই সময়
বিডি-প্রতিদিন/০৪ আগস্ট, ২০১৬/মাহবুব