ভেরাইজনের সঙ্গে চুক্তি বাস্তবায়ন হওয়ার আগ মুহূর্তে বছরের প্রথম প্রান্তিকে আয় বেড়েছে ইন্টারনেট প্রতিষ্ঠান ইয়াহুর। সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির আয় বেড়েছে ২২.১ শতাংশ।
এ ব্যাপারে এক বিবৃতিতে ইয়াহু প্রধান মারিসা মেয়ার বলেন, আমরা একটি স্বাধীন কোম্পানি হিসাবে আমাদের চূড়ান্ত প্রান্তিকে প্রবেশ করেছি এবং আমরা ভেরাইজনের সাথে সর্বোত্তম সম্ভাব্য সমন্বয়ের জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। প্রথম প্রান্তিকে আয় বাড়ার মূল কারণ বলা হচ্ছে ইয়াহুর ম্যাভেন ব্যবসার বাড়তি চাহিদা। এই খাতে প্রতিষ্ঠানের আয় ৩৫.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। মোবাইল, ভিডিও, স্থানীয় এবং সামাজিক বিজ্ঞাপন ব্যবসাকে বলা হয় ম্যাভেন ব্যবসা।
এ প্রান্তিকে প্রতিষ্ঠানের মোট আয় ১০৯ কোটি মার্কিন ডলার থেকে বেড়ে ১৩৩ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানা গেছে।
এদিকে, ফেব্রুয়ারিতে ৪৪৮ কোটি মার্কিন ডলারে ইয়াহু কিনতে সম্মতি জানায় ভেরাইজন। শোনা যাচ্ছে, এ বছরের জুনে এই চুক্তি বাস্তবায়িত হবে।
সূত্র: সিএনবিসি
বিডি প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ