প্রথম মানুষবিহীন কার্গো এয়ারক্রাফটের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ ঘটিয়েছে চীন। ২০২২ সালের মধ্যে মহাকাশে একটি স্থায়ী স্পেস স্টেশন বসাতে চলেছে কমিউনিস্ট দেশটি। সেই লক্ষ্যে এটিকে একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন গবেষকরা।
এয়ারক্রাফটটির নাম রাখা হয়েছে 'তিয়েনজোউ-১'। চীনের হাইনান প্রদেশের দক্ষিণে অবস্থিত ওয়েনচাং স্পেস লঞ্চ সেন্টার থেকে মহাকাশে পাড়ি দেয় এটি। উৎক্ষেপণের কয়েক ঘণ্টা পরে সাংবাদিকদের একথা জানান গবেষণাগারের এক কর্মকর্তা। জানা গেছে, মহাকাশে তিয়াংগং-২ স্পেস স্টেশনে নামবে এয়ারক্রাফটটি। সেখানে জ্বালানী সংগ্রহ করে, বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা চালাবে সেটি। পরে নেমে আসবে পৃথিবীতে।
বিডি প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ