১৪ জুন, ২০১৯ ১০:৩৪

ফেসবুকের অ্যাপ ডাউনলোড করলেই পুরস্কার!

অনলাইন ডেস্ক

ফেসবুকের অ্যাপ ডাউনলোড করলেই পুরস্কার!

'স্টাডি ফ্রম ফেসবুক' নামে বাজারে নতুন অ্যাপ ছেড়েছে ফেসবুক। এ অ্যাপের মাধ্যমে ফেসবুক স্মার্টফোন ব্যবহারকারীদের অ্যাপের ব্যবহার ও এ বিষয়ে তাদের কার্যক্রম জানতে পারবে। এ জন্য ব্যবহারকারীকে অর্থও দেবে ফেসবুক। তবে অর্থের পরিমাণ কত তা নির্দিষ্ট করে বলা হয়নি।

 

এই অ্যাপটি ব্যবহারের আগে ইউজারদের সতর্ক করছে ফেসবুক। কারণ ব্যক্তিগত তথ্য ফাঁসের জন্য ইতিমধ্যেই কাঠগড়ায় উঠতে হয়েছে ফেসবুককে। তাই স্টাডি অ্যাপ ব্যবহারের জন্য কিছু সতর্কতা জারি করা হয়েছে। প্রথমত অ্যাপটি প্রাপ্ত বয়স্কদের জন্য। অর্থাৎ ১৮ বছর এবং তার উর্ধ্বে যাদের বয়স, তারাই এটি ব্যবহার করতে পারবেন।

এই অ্যাপের মাধ্যমে ফেসবুক আপনার থেকে কী কী তথ্য নিচ্ছে, তা বিস্তারিত জানিয়ে দেবে। ফেসবুক ওয়েবসাইট অথবা প্লে স্টোর থেকেই সবকিছু জেনে নেয়া যাবে। তবে ব্যবহারকারীর ইউজার আইডি, পাসওয়ার্ড, ব্যক্তিগত ছবি, ভিডিও অথবা মেসেজের মতো তথ্য ফেসবুক নেবে না। পাশাপাশি ইউজারের কোনও তথ্য থার্ড পার্টি অ্যাপের কাছে বিক্রিও করবে না ফেসবুক। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় রেখে ভারত ও আমেরিকাতেই এই অ্যাপটি প্রথমে চালু করছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর