মাইক্রোসফট তাদের অফিস স্যুটে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা যুক্ত করেছে। এটা ব্যবহারকারীদের জন্য বড় আকারের ওয়ার্ড ফাইলের তথ্যের সারাংশ স্বয়ংক্রিয়ভাবে তৈরি করবে। এই সুবিধাটি ‘কো–পাইলট’ নামের চ্যাটবটের মাধ্যমে সম্ভব হবে, যা ইতিমধ্যে নির্দিষ্টসংখ্যক উইন্ডোজ এবং ম্যাক ব্যবহারকারীদের জন্য পরীক্ষা করা হচ্ছে।
এই নতুন ফিচারটি চালু হলে, ওয়ার্ড ফাইল খোলার পর রিবন বারের নিচে স্বয়ংক্রিয়ভাবে সারাংশ দেখা যাবে। বড় আকারের সারাংশ থাকলে ব্যবহারকারীরা ‘সি মোর’ অপশনটি ব্যবহার করে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া, কেউ যদি এই সুবিধা বন্ধ রাখতে চান, তবে ক্যারেট আপ আইকনে ক্লিক করেই তা করতে পারবেন।
কো–পাইলটের এই সুবিধা বিশেষত আকারে বড় নথি সহজে এবং দ্রুত পড়ার জন্য কার্যকর হবে। ফলে ব্যবহারকারীরা তাদের কাজ আরও দ্রুত সম্পন্ন করতে পারবেন। মাইক্রোসফট শিগগিরই এই ফিচারটি সবার জন্য উন্মুক্ত করবে।
গত বছরের নভেম্বরে মাইক্রোসফট অফিস স্যুটে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়, যার মধ্যে কো–পাইলট অন্যতম। এটি ব্যবহারকারীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরি, এক্সেলে টেবিল তৈরি, কৃত্রিম ছবি তৈরি এবং আউটলুকে আসা ই-মেইলের উত্তর দেওয়ার মতো সুবিধা নিয়ে আসে।
বিডিপ্রতিদিন/কবিরুল