বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন তাদের প্রতীক্ষিত ‘টাইম ১০০ এআই’ তালিকা প্রকাশ করেছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়েছে। তালিকায় স্থান পাওয়া ব্যক্তিরা সিইও, বিজ্ঞানী, নীতিনির্ধারক এবং বিনোদন জগতের তারকাসহ এআই প্রযুক্তির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এ তালিকায় উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে মেটার মার্ক জাকারবার্গ, গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফটের সত্য নাদেলা, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান, এবং এনভিডিয়ার জেনসেন হুয়াং রয়েছেন। এ ছাড়া, বলিউড অভিনেতা অনিল কাপুর এবং হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন ও স্থান পেয়েছেন। তারা এআই প্রযুক্তি নিয়ে বিশেষ ভূমিকা রাখছেন।
টাইম ১০০ এআই তালিকাটি এআই প্রযুক্তির বহুমুখী ব্যবহারের পাশাপাশি এর সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জগুলোর দিকেও ইঙ্গিত করেছে। তালিকাটি উদ্ভাবনী গবেষণা এবং নৈতিক ব্যবহারের ওপর জোর দেওয়ার জন্যও প্রশংসিত হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল