মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস কর্মজীবন থেকে অবসর নিলেও পোলিও নির্মূল, বিশুদ্ধ পানি, টিকা গবেষণা ও কৃষি উন্নয়নের মতো বৈশ্বিক সমস্যার সমাধানে কাজ করছেন। তবে সম্প্রতি একটি নতুন বিষয় তাকে গভীরভাবে চিন্তিত করেছে—ভুল তথ্য বা মিস ইনফরমেশন। এ সমস্যাটি নিয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন এবং মনে করছেন এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় একটি হুমকি হয়ে দাঁড়াতে পারে।
মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস জানান, অনলাইনে তার ছোট মেয়ে ফোবি গেটস হয়রানির শিকার হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে বেশ উদ্বিগ্ন। তিনি বলেন, আমার মেয়ে অনলাইনে হয়রানির মুখোমুখি হয়েছে, এবং তার বন্ধুরাও এমন পরিস্থিতির শিকার হয়েছে। বিষয়টি আগে কখনো এতটা গুরুত্ব দিয়ে ভাবিনি।
বিল গেটসের উদ্বেগ শুধু এখানেই সীমাবদ্ধ নয়, তার মেয়ে এবং পরিবারের অন্য সদস্যরাও বিভিন্ন সময়ে অনলাইনে মিথ্যা তথ্যের মুখোমুখি হয়েছে। এসব ভুল তথ্য শুধু গেটস পরিবারকে নয়, সমাজে সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মনে করেন তিনি। এ সমস্যার সমাধানে সবার সচেতনতা ও ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করছেন বিল গেটস।
বিডিপ্রতিদিন/কবিরুল