বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের প্রযুক্তিগত উদ্ভাবনে নতুন মাত্রা যুক্ত করতে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে এখন সরাসরি কথোপকথনের সুযোগ করে দিতে হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে এআই ভয়েস মোড ফিচার। এর ফলে ইউজাররা কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সরাসরি কথা বলার অভিজ্ঞতা নিতে পারবেন, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা প্রথমে চ্যাট ইন্টারফেস চালু করেছিলে। সেখানে ইউজাররা লিখিত আকারে প্রশ্ন করে উত্তর পেতেন। এখন এই নতুন ভয়েস মোডের মাধ্যমে ব্যবহার আরও সহজ এবং আকর্ষণীয় হবে।
এই ফিচারে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো কণ্ঠস্বর বেছে নিতে পারবেন। প্রাথমিকভাবে তিনটি ব্রিটিশ এবং দুটি মার্কিন কণ্ঠস্বরের মধ্যে থেকে বেছে নেওয়ার সুযোগ থাকলেও, ভবিষ্যতে জনপ্রিয় ব্যক্তিদের কণ্ঠস্বরও যুক্ত হতে পারে। এটির মাধ্যমে ব্যবহারকারীরা আরও ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা পাবেন।
হোয়াটসঅ্যাপ সম্প্রতি গ্রুপ কলিং ফিচারেও পরিবর্তন এনেছে। আগে কল আসলে সকল সদস্যের ফোনে রিং বাজত, কিন্তু এখন থেকে একটি লিংক ব্যবহার করেই সরাসরি গ্রুপ কলে যুক্ত হওয়া যাবে। এসব পরিবর্তনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রাহকদের জন্য আরও উন্নত ও সুবিধাজনক অভিজ্ঞতা দিতে প্রস্তুত।
বিডিপ্রতিদিন/কবিরুল