বিশ্বের সাইবার অপরাধীরা প্রতিনিয়ত তাদের কার্যক্রমে আনছে পরিবর্তন। হামলার পর শনাক্তকরণ প্রতিরোধে হ্যাকাররা ক্রস-প্ল্যাটফরম ক্ষমতার পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমও উন্নত করেছে।
কয়েক বছরে র্যানসমওয়্যার হামলার কার্যক্রম গোপনীয় ও অপেশাদার অবস্থা থেকে পরিপূর্ণ ব্যবসায় রূপান্তরিত হয়েছে। ডার্কওয়েবে হ্যাকার গ্রুপগুলো তাদের নিজস্ব বৈশিষ্ট্যে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিবেদনে চলতি বছর র্যানসমওয়্যার হামলায় বিভিন্ন পরিবর্তনের বিষয়টি উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে হ্যাকাররা একটি ম্যালওয়্যার ব্যবহার করে একাধিক সিস্টেম ধ্বংস করতে সক্ষম। এ ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কোড লিখতে হয়, যেগুলো একই সময়ে একাধিক ডিভাইসে ব্যবহার করা যায়। একই সময়ে, র্যানসমওয়্যার গ্রুপগুলো তাদের ব্যবসার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রম বাস্তবায়ন করেছে।
ইউক্রেনে সামরিক আগ্রাসন পরিচালনার মধ্য দিয়ে রাশিয়া বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়িক গোষ্ঠী, সরকার ও স্বতন্ত্র প্রতিষ্ঠানকে পক্ষ নেওয়ার সুযোগ করে দিয়েছে। ক্যাসপারস্কির তথ্যানুযায়ী, সাইবার অপরাধী ও র্যানসমওয়্যার গ্রুপের মধ্যেও বিষয়টি প্রভাব ফেলেছে। এ দ্বন্দ্বের মধ্যে ফ্রয়েড নামে নতুন একটি ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গেছে। কথিত ইউক্রেনের অনুসারীরা এটি তৈরি করেছে। ম্যালওয়্যারটি ডিভাইসের ফাইল এনক্রিপ্টেড বা লক করে দেওয়ার পরিবর্তে পুরোপুরি মুছে দেয়। ক্যাসপারস্কির বৈশ্বিক গবেষণা ও বিশ্লেষণ দলের সিনিয়র নিরাপত্তা গবেষক দিমিত্রি গ্যালভ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।