সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

গুগলে খুঁজে পাওয়া যাবে না নগ্ন ছবি

টেকনোলজি ডেস্ক

গুগলে খুঁজে পাওয়া যাবে না নগ্ন ছবি

সাইবার নিরাপত্তা এবং ব্যক্তিগত তথ্য অন্যের কাছে গোপন রাখতে আরও কঠোর হচ্ছে গুগল। এখন থেকে চাইলেই খুঁজে পাওয়া যাবে না নগ্ন ছবি। আর নগ্ন ছবি এলেই তা ঝাপসা হয়ে যাবে। এমনই পদক্ষেপ গ্রহণ করছে গুগল। গুগল থেকে জানানো হয়েছে, অনেকেই বীভৎস ছবি দেখে ভয় পান, জ্ঞানও হারিয়ে ফেলেন। শুধু নগ্ন ছবিই নয়, দুর্ঘটনায় বিকৃত চেহারা, খুন, রক্তারক্তি এবং আত্মহত্যার মতো আপত্তিকর সব ছবিই ‘ব্লার’ করে ব্যবহারকারীর ফোন, ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিনে ফুটে উঠবে। গুগল আরও জানায়, তথ্যপ্রযুক্তির সক্রিয়তার ওপর নির্ভর করে নিজ থেকেই এমন ছবি চিহ্নিত করে ফেলবে গুগল। যদি কারও এ বিষয়টি অপছন্দ হয়, তবে তিনি চাইলেও সেটিংসে কোনো পরিবর্তন করতে পারবেন না। তবে এই কড়া নিয়মটি শুধু ১৮ বছরের কম বয়সীদের জন্য। ১৮ বছরের বেশি বয়সীদের জন্য নিয়মটা একটু ভিন্ন। তারা চাইলেই গুগলের ‘সেফ সার্চ’ বোতামটি বন্ধ করে দিতে পারেন। সেক্ষেত্রে আর এই কড়াকড়ি নিয়ম থাকবে না বলে জানিয়েছে গুগল। সংস্থাটি জানায়, আগামী মাস থেকেই চালু হবে এই নতুন নিয়ম। শুধু তাই নয়, নতুন এই নিয়মটি আপডেট হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ ১৫ মিনিটে গুগলে খোঁজা সব তথ্য মুছে যাবে।

সর্বশেষ খবর