চট্টগ্রাম নগরের মুরাদপুর থেকে অক্সিজেন মোড় সড়ক। দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার। উত্তর চট্টগ্রাম এবং রাঙামাটি-খাগড়াছড়ির মানুষের যাতায়াতের প্রধান সড়ক এটি। কিন্তু সড়কটি এখন আর সড়কের চেহারায় নেই। গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে যাতায়াত এখন মরণযন্ত্রণায় রূপ নিয়েছে। ক্ষতবিক্ষত সড়কে যোগ হয়েছে ওয়াসার খোঁড়াখুঁড়ি। ফলে ওই সড়ক দিয়ে যাতায়াত এখন কঠিন হয়ে পড়েছে। যানবাহন চলে ঢেউয়ের তালে।
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কর্মকর্তারা বলেছিলেন, বর্ষা শেষে সড়কটি মেরামত করা হবে। কিন্তু প্রায় এক মাস ধরে আবহাওয়া শুষ্ক থাকলেও চসিকের মেরামতের কোনো উদ্যোগ নেই। গত বর্ষা মৌসুমে সড়কটির ক্ষতি চরম আকার ধারণ করে। তৈরি হয় অসংখ্য খানাখন্দ। যানবাহন চলাচল করে হেলেদুলে, ঢেউয়ের তালে। যাতায়াত হয়ে উঠে চরম ঝুঁকিপূর্ণ। সড়কের অনেক অংশে উঠে গেছে পিচ। ফলে চরম দুর্ভোগ ও ভোগান্তি দীর্ঘায়িত হয়েছে। সড়ক দিয়ে যাতায়াতকারী শিক্ষার্থী হামিদ হোছাইন আজাদ বলেন, প্রায় এক বছর ধরে সড়কটির বেহাল অবস্থা। ক্ষতবিক্ষত সড়ক দিয়ে যাতায়াতকারী সবাইকে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে শিশু, অসুস্থ রোগী, বৃদ্ধ ও শিশু শিক্ষার্থীদের চরম ভোগান্তি সহ্য করতে হয়। তারপরও সড়কটি কর্তৃপক্ষের অবহেলায় বেহাল অবস্থায় পড়ে আছে। চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, খুব শিগগিরই সড়কটির সংস্কার কাজ শুরু করা হবে। ওয়াসার খোঁড়াখুঁড়ি এবং অন্যান্য সড়কে শ্রমিকরা ব্যস্ত থাকার কারণে ওই সড়কে কাজ শুরু করা হয়নি।