মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এসএমএসে মিলবে ভোটার নম্বর-কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ভোটকেন্দ্র ও ভোটার তালিকার ক্রমিক নম্বরসহ যাবতীয় তথ্য পাওয়া যাবে। ভোটারদেরকে জাতীয় পরিচয়পত্রের নম্বরটি লিখে ১০৫ নম্বরে এসএমএস পাঠিতে হবে। ইংরেজীতে ‘PC’ লিখে স্পেস ‘NID’ নম্বর (স্মার্ট কার্ডের ১০ ডিজিট অথবা জাতীয় পরিচয়পত্রের ১৭ ডিজিট) লিখে ১০৫ নম্বরে এসএমএম পাঠালেই ফিরতি এসএমএস-নাম, ভোটকেন্দ্র, ভোটার নম্বর ও ক্রমিক জানা যাবে। কারও ১৩ ডিজিটের এনআইডি নম্বর থাকলে শুরুতে জন্মসাল যোগ করে ১৭ ডিজিট করে এসএমএস করতে হবে। গতকাল দুপুরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (EVM) প্রকল্পের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, ম্যাসেজ অপশনে গিয়ে ‘PC’ লিখে স্পেস ‘NID’ লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটকেন্দ্রের নাম ও ভোটার নম্বর চলে আসবে। ঢাকা উত্তরে ৩০ লাখ ৯ হাজার ভোটারের বিপরীতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রে ৭ হাজার ৮৫০টি ভোটকক্ষ থাকবে। অন্যদিকে, দক্ষিণে ১ হাজার ১৫০ ভোটকেন্দ্রে ৬ হাজার ৫৮৯টি ভোটকক্ষ থাকবে। ভোটার সংখ্যা ২৪ লাখ ৫২ হাজার জন।

সর্বশেষ খবর