বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

সাতছড়ি উদ্যান [ হবিগঞ্জ ]

সাতছড়ি উদ্যান  [ হবিগঞ্জ ]

হবিগঞ্জ জেলায় অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যানটির আয়তন প্রায় ২৪৩ হেক্টর। ২০০৫ সালে এই প্রাকৃতিক উদ্যানটি প্রতিষ্ঠা করা হয়। এই উদ্যানে সাতটি পাহাড়ি ছড়া আছে বলেই এর নামকরণ করা হয় সাতছড়ি। এ উদ্যানটি পূর্বে রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্ট নামেও পরিচিত ছিল। রাজধানী ঢাকা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে এ উদ্যানের কাছাকাছি ৯টি চা-বাগান আছে। উদ্যানের পশ্চিম দিকে সাতছড়ি চা-বাগান এবং পূর্ব দিকে চাকলাপুঞ্জি চা-বাগান রয়েছে। সাতছড়ি জাতীয় উদ্যানে রয়েছে প্রায় ২০০ বেশি গাছপালা। এর মধ্যে শাল, সেগুন, আগর, গর্জন, চাপালিশ, পাম, মেহগনি, কৃষ্ণচূড়া, ডুমুর, জাম, জামরুল, সিধাজারুল, আওয়াল, মালেকাস, ইউক্যালিপটাস, আকাশমনি, বাঁশ, বেতগাছ ইত্যাদি উল্লেখযোগ্য। এ উদ্যানটি জীববৈচিত্র্যে ভরপুর। এ উদ্যানে ১৯৭ প্রজাতির জীবজন্তু রয়েছে। এদের প্রায় ২৪ প্রজাতির স্তন্যপায়ী, ১৮ প্রজাতির সরিসৃপ, ৬ প্রজাতির উভচর। এ ছাড়া রয়েছে প্রায় ১৫০-২০০ প্রজাতির পাখি। এখানে লজ্জাবতী বানর, উল্লুক, চশমা পরা হনুমান, কুলু বানর, মেছোবাঘ, মায়া হরিণ রয়েছে। সরিসৃপের মধ্যে রয়েছে সাপ। পাখির মধ্যে কাও ধনেশ, বনমোরগ, লালমাথা ট্রগন, কাঠঠোকরার, ময়না, ভিমরাজ, শ্যামা, ঝুটিপাঙ্গা ইত্যাদি।

 

 

সর্বশেষ খবর