বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

কাপ্তাই উদ্যান [ রাঙামাটি]

কাপ্তাই উদ্যান  [ রাঙামাটি]

কাপ্তাই জাতীয় উদ্যানটি রাঙামাটি জেলায় অবস্থিত। এই উদ্যানটি ১৯৯৯ খ্রিস্টাব্দে বাংলাদেশ বন ও পরিবেশ অধিদফতর কর্তৃক ৫,৪৬৪ হেক্টর জায়গা জড়ে প্রতিষ্ঠিত হয়। নদী, পাহাড় আর সবুজ যেন মিলেমিশে রয়েছে কাপ্তাই জাতীয় উদ্যানে। প্রাকৃতিক সৌন্দর্যের এমন অপূর্ব নিদর্শন খুব কমই রয়েছে। বাংলাদেশের জাতীয় উদ্যানগুলোর মধ্যে এটি বেশ আকর্ষণীয়। পর্যটকদের আগ্রহ রয়েছে এই উদ্যানে বেড়ানোর। আর তাই হাজারো পর্যটকের পদভারে মুখরিত থাকে এই উদ্যান। বিস্তৃত পাহাড়রাশি আর চিত্তাকর্ষক উদার প্রকৃতির অপূর্ব সমন্বয় হিসেবে এ জাতীয় উদ্যানের কদর রয়েছে। এ উদ্যানের বৃক্ষরাজির তালিকায় রয়েছে সেগুন, পারুল, গামারি আর কড়ই। কাপ্তাই জাতীয় উদ্যানের বিশ্রামাগারে দৃশ্যমান দিগন্তজুড়ে সবুজ আর সবুজের সমারোহ মানুষের চোখ ও মনকে জুড়িয়ে দেয়। মূলত জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ, উন্নয়ন, শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যানের প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এ উদ্যানে বেড়াতে এসে সহজেই পর্যটকরা প্রকৃতির সৌন্দর্যে বিমোহিত হন। এ উদ্যানের প্রাণীবৈচিত্র্যের মধ্যে রয়েছে হরিণ, হাতি, বনবিড়াল, বানর প্রভৃতি।

 

সর্বশেষ খবর