২৮ নভেম্বর, ২০১৭ ১৭:২১

‘আমোদ’ প্রতিষ্ঠাতা ফজলে রাব্বীর মৃত্যুবার্ষিকী পালন

কুমিল্লা প্রতিনিধি:

‘আমোদ’ প্রতিষ্ঠাতা ফজলে রাব্বীর মৃত্যুবার্ষিকী পালন

দেশের অন্যতম প্রাচীন সংবাদপত্র ‘আমোদ’র প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বীর ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় কবর জেয়ারত, মিলাদ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। বিকালে কুমিল্লা টাউন হল কনফারেন্স রুমে মোহাম্মদ ফজলে রাব্বী সংসদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংসদের সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান। বক্তব্য রাখেন সহ-সভাপতি ডা. ইকবাল আনোয়ার, সাধারণ সম্পাদক খায়রুল আহসান মানিক ও সদস্য ডা. মোসলেহ উদ্দিন আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, ১৯৫৫ সালের ৫ মে থেকে কুমিল্লায় মোহাম্মদ ফজলে রাব্বী ‘আমোদ’ পত্রিকার প্রকাশনা শুরু করেন। আমোদ পূর্ব পাকিস্থানের প্রথম ক্রীড়া সাপ্তাহিক। পরে তা সাধারণ সংবাদ পত্রে রুপ নেয়।  সংবাদ, ইত্তেফাক ও অবজারভারের পরে আমোদ-এর অবস্থান। ১৯৯৪ সালের ২৮ নভেম্বর মোহাম্মদ ফজলে রাব্বী মৃত্যুবরণ করেন। 


বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর