ডিমের দাম বেশি রাখায় রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের বিসমিল্লাহ স্টোরকে ৩০ হাজার টাকা এবং আদাবরের আলবানিয়া ইন্টারন্যাশনালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে দেখা যায়, মোহাম্মদপুর কৃষি মার্কেটের বিসমিল্লাহ স্টোরে সরকার নির্ধারিত খুচরা বিক্রয় মূল্য ১১ টাকা ৮৭ পয়সা এর পরিবর্তে ১৩ টাকা ৩৩ পয়সায় প্রতিটি ডিম বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। যার ফলে সতর্কতামূলকভাবে উক্ত প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এছাড়া রাজধানীর আদাবর থানাধীন বাইতুল আমান হাউসিং এলাকায় আলবানিয়া ইন্টারন্যাশনাল নামক ডিম সরবরাহকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। ডিম ক্রয়ে পাকা ক্যাশ মেমো সংরক্ষণ না করা, ডিম বিক্রয়ের ক্যাশ মেমোতে কার্বন কপি না থাকা এবং সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে ডিম বিক্রি করার অপরাধের জন্য উক্ত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত