শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

শেষ হলো জাতীয় প্রেস ক্লাবে শিশু মেলা

নিজস্ব প্রতিবেদক

পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় প্রেস ক্লাবের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুদিনের শিশু আনন্দ মেলা শেষ হয়েছে।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে শিশু আনন্দ মেলার শেষ দিনে অনুষ্ঠিত হয় দৌড়, বিস্কুট দৌড়, ভারসাম্য দৌড়, যেমন খুশি তেমন সাজো, শুটিং প্রতিযোগিতা, পিলো পাসিং, দড়ি টানাটানি, গান, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী। ক্লাব সদস্য সন্তানরা ক, খ ও গ তিনটি বিভাগে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ ছাড়াও ক্লাব সদস্যের স্ত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশনে অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য সন্তান এবং চ্যানেল আইয়ের শিল্পী মেহেদী হাসান, ইমরান ও শারমিন। অনুষ্ঠানে জাদু দেখান জাদুকর শাহেনশা। এসব অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। বিজয়ীদের মধ্যে পুরস্কার ও অংশগ্রহণকারীদের সান্ত্বনা পুরস্কার দেন তিনি। এ সময় প্রেস ক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভুইয়া, কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জি, সদস্য শামসুদ্দীন আহমেদ   চারু, হাসান আরেফিন, কুদ্দুস আফ্রাদ প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন অংশগ্রহণকারী সবাইকে স্বাগত ও প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমাদের সন্তানরা প্রতিবছর এই দিনটির জন্য অপেক্ষা করে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের ভাবের আদান-প্রদান হয়। আজকের এই অনুষ্ঠান প্রেস ক্লাব সদস্য সন্তানদের উজ্জীবিত করবে। তাদের মেধা বিকাশ লাভ করবে। আগামীতেও এ ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে। এ ব্যাপারে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর