বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সিরাজগঞ্জে সুষ্ঠু পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবারের দুর্গাপূজা সবচেয়ে আনন্দদায়ক হবে। এ জন্য সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। সিরাজগঞ্জে কোনো বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না। বিএনপির পক্ষ থেকে মন্দিরগুলোতে পাহারা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ মহাপ্রভুর আখড়ায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, একটা পক্ষ কিন্তু বিশৃঙ্খলা তৈরির জন্য ষড়যন্ত্র করছে, তাই সবাইকে সচেতন হতে হবে। তিনি বলেন, বিএনপির পরিচয় দিয়ে যদি কেউ চাঁদা দাবি করে তবে আমাকে জানাবেন। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা নির্বিঘ্নে আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করবেন।
তিনি বলেন, বিগত সরকার সিরাজগঞ্জের হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা বিভক্তি তৈরি করে রেখেছিলেন। এখন আর কোনো বিভক্তি থাকবে না। সবাই সম্মিলিত ও সুন্দরভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন করবেন।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা, পূজা উদযাপন পরিষদ নেতা অ্যাডভোকেট কল্যাণ কুমার সাহা, সত্য নারায়ণ সাহা প্রমুখ।