সিলেটে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় ‘বুঙ্গার’ চিনির ট্রাক ছিনতাইয়ের চেষ্টাকালে আটক দুই নেতাকে বহিষ্কার করেছে মহানগর বিএনপি। এর আগে রবিবার দিবাগত রাতে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার সাদিপুর সেতু এলাকা থেকে ওই দুই নেতা ও চোরাচালানে জড়িত আরও চারজনকে আটক করে পুলিশ।
চিনি ছিনতাইয়ের চেষ্টার দায়ে আটক ও বহিষ্কৃত বিএনপি নেতারা হলেন মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন সুমন (৪২) ও ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান (৪৩)। আর চোরাচালানে জড়িত থাকার অভিযোগে আটককৃতরা হলেন মনির আহমদ (৩২), তোফায়েল আহমদ (২৬), মো. শাহীন আহমদ (২৫) ও নজরুল ইসলাম (৪২)। ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) আরাফাত জাহান চৌধুরী জানান, সাদিপুর সেতুর সামনে থেকে স্থানীয় জনতার সহযোগিতায় ছয়জনকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ভারতীয় চিনিভর্তি একটি ট্রাক, দুটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল। এদিকে, ভারতীয় ‘বুঙ্গার চিনি’ ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ঘটনার দিন রাতেই গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে ওই দুই নেতাকে বহিষ্কারের কথা জানায় মহানগর বিএনপি।