শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা
কৃষক পরামর্শ সভায় বক্তারা

ফসল চাষের আগে মাটি পরীক্ষা করতে হবে

দিনাজপুর প্রতিনিধি

যে কোনো ফসল চাষের আগে মাটির ঊর্বরতা ও ফসলের প্রয়োজনীয় খাদ্য উপাদানের উপস্থিতি নিশ্চিত করতে মাটির স্বাস্থ্যপরীক্ষা জরুরি। মাটি পরীক্ষা ছাড়া চাষাবাদ করলে কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার ঝুঁকি থাকে। পরীক্ষা-নিরীক্ষার পর সুষম সার প্রয়োগের মাধ্যমে ফসলের সর্বোচ্চ ফলন পাওয়া সম্ভব। এতে কৃষক অধিক লাভবান হতে পারেন। ভাল ফলনের লক্ষ্যে কৃষকের জন্য মাটির স্বাস্থ্য কার্ড ও মাটি পরীক্ষা নিশ্চিত করতে পার্বতীপুরে এক পরামর্শ সভায় বক্তারা এ কথা বলেন।

পার্বতীপুর উপজেলা খোড়াখাই হাইস্কুল মাঠে গতকাল এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এসআরডিআইর সহযোগিতায় কারিতাসের জলবায়ু সহনশীল প্রকল্প সভা আয়োজন করে। মফিজ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ রওশন কবির। অংশ নেন হিরা লাল, যোসেফ সরেন, আমিনুল ইসলাম, গোপাল চন্দ্র প্রমুখ। এতে জানানো হয়, প্রতি পাঁচ বছর পর মাটি পরীক্ষা প্রয়োজন। এজন্য মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট কৃষকের কাছ থেকে মাত্র ৬৩ টাকা ফি নেয়।

সর্বশেষ খবর