রাশিয়ার রাজধানী মস্কোর শহরতলিতে আবাসিক এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিভ টেলিগ্রামে বলেছেন, রাজধানীর কাছে একটি বিরল হামলায় ড্রোনটি ক্রাস্নোগর্স্ক এলাকার একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। ভবনের সম্মুখভাগে একটি গর্ত এবং অ্যাপার্টমেন্টের ভেতরে ধ্বংসস্তূপ দেখতে পেয়েছে এএফপির সাংবাদিকরা।
স্থানীয় বাসিন্দা ম্যাক্সিম এএফপিকে জানান, বিকট ছিল বিস্ফোরণটি। একটি গাড়ি দুর্ঘটনার সময় যেমন শব্দ হয়, এটি প্রায় একই রকম ছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতারাতি ১১১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। বেশিরভাগ ড্রোনই ভূপাতিত বা আটক করা হয়েছে। তবে হামলায় কমপক্ষে ১৫০০ বাসিন্দার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান ফ্রন্টলাইনে যুদ্ধ থামানোর আহ্বানটি ‘একটি ভালো সমঝোতা।’ তবে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্রস্তাব গ্রহণ করবেন কি না— তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, অসলোতে এক সংক্ষিপ্ত সফরের সময় জেলেনস্কি সাংবাদিকদের বলেন, ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন— ‘আমরা যেখানে আছি সেখানেই থাকুন এবং আলোচনা শুরু করুন।’ তিনি আরো বলেন, আমি মনে করি— এটি একটি ভালো সমঝোতা। কিন্তু আমি নিশ্চিত নই যে, পুতিন এটি সমর্থন করবেন কি না এবং আমি প্রেসিডেন্টকে (ট্রাম্পকে) এটি বলেছি।
২০২২ সালে শুরু হওয়া ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের অবসান ঘটানোর প্রচেষ্টা আবারও থমকে গেছে বলে মনে হচ্ছে। সাম্প্রতি মস্কো ও কিয়েভ উভয়কেই তাদের বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। সূত্র: রয়টার্স, মস্কো টাইমস
বিডি প্রতিদিন/এএম