মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

নতুন নেতৃত্বকে জঙ্গিবাদ মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে

—সাইফুর রহমান সোহাগ

পটুয়াখালী প্রতিনিধি

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, জেলা ছাত্রলীগে আগামী দিনে যারা নেতৃত্বে আসবেন, তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ করা। গতকাল পটুয়াখালী শহরের শিল্পকলা একাডেমীতে জেলা ছাত্রলীগের সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।  সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ ও আওয়ামী লীগ কেন্দ ীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। তিনি বলেছেন, ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছাত্রলীগের ইতিহাস সংগ্রামের ইতিহাস, আন্দোলনের ইতিহাস। এটা ছাত্রলীগ নেতা-কর্মীর গর্ব। জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অ্যাড. আফজাল হোসেন, অ্যাড. মো. শাহজাহান মিয়া, মাহবুবুর রহমান তালুকদার এমপি, খান মোশারফ হোসেন প্রমুখ। বক্তৃতা করেন, মাকসুদুর রহমান, আসাদু্জামান আসাদ, শেখ ফয়সাল আমিন, শেখ মো. জসিমউদ্দিন।

সর্বশেষ খবর