শনিবার, ৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ভারতীয়র লাশ নিয়ে বিপাকে প্রশাসন

শেরপুর প্রতিনিধি

ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলা থেকে ভোগাই নদী দিয়ে ভেসে বাংলাদেশের সীমান্ত অঞ্চল নালিতাবাড়ীতে আসা ভারতের এক নাগরিকের লাশ নিয়ে বিপাকে পড়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। গত ১২ মে নালিতাবাড়ীর ভোগাই নদী থেকে অজ্ঞাত ওই ভারত নাগরিকের লাশ উদ্ধার করে পুলিশ।

ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ দেখানো হয় পানিতে ডুবে যাওয়া। পরে অপমৃত্যু মামলা করে মরদেহ শেরপুর হাসপাতালের হিমঘরে রাখা হয়। কয়েকদিন পর তার নাম পরিচয় পাওয়া যায় বলে জানায় নালিতবাড়ীর পুলিশ। মৃত ব্যক্তি তুরা জেলার বাঘবাড়ী থানার প্রমোদ মঈনের ছেলে এলিন মঈন (৫৯)। এর মধ্যে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ লাশটি ভারতে হস্তান্তরের জন্য চিঠি চলাচালিও করেছে। লাশ উদ্ধারের ২০ দিন পর ভারতীয় দূতাবাস থেকে এক কর্মকর্তা হাসপাতালে এসে দেখে গেছেন। কিন্তু মরদেহ হস্তান্তর সংক্রান্ত কোনো নির্দেশনা কোনো পক্ষ থেকে এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সেলিম মিয়া জানান, দেড় মাসেরও বেশি সময় লাশটি হিমঘরে রাখায় একদিকে বিদ্যুৎ খরচ হচ্ছে অন্যদিকে মরিচা পড়ার শঙ্কা দেখা দিচ্ছে। পুলিশ সুপার রফিকুল হাসান গণি জানান, আদালতের অনুমতি ও ভারতীয় কর্তৃপক্ষের সবুজ সংকেত পাওয়া গেছে। আশা করছি আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত লাশটি হস্তান্তর করা যাবে।

সর্বশেষ খবর