জুয়া খেলায় বাধা দেওয়ায় হামলায় তিন ছাত্র আহতের প্রতিবাদে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে এ কর্মসূচি থেকে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠ থেকে মিছিল বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রেলওয়ে স্টেশন এলাকায় সমাবেশ হয়। বক্তব্য রাখেন- আমজাদ, মায়েশা, আক্কাস, সাদ্দাম, কাজী সামি, নিশাদ, আয়মান, রিফাত, সজীব প্রমুখ।
জুয়া খেলায় বাধা দেওয়ায় গত বৃহস্পতিবার রাতে আখাউড়া পৌর এলাকার খড়মপুর মাজার শরিফের কাছে তিন ছাত্রকে মারধর করে জুয়াড়িরা। এর মধ্যে আশিস নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।