গাইবান্ধার সাদুল্লাপুরে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন- বিধান চন্দ্র ম ল (৩৫) ও কমলী রানী (৩০)। গতকাল উপজেলার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই দম্পতি উত্তর রসুলপুর (খোলা ম লের বাজার) এলাকার বাসিন্দা। রসুলপুর ইউপি সদস্য লাল মিয়া জানান, বিজয় চন্দ্র ম লের ছেলে বিধান চন্দ্র মন্ডল পেশায় অটোরিকশা চালক।
তিনি বাড়িতেই অটোরিকশা চার্জ করতেন। গতকাল বিধান তার অটোরিকশায় চার্জ দেওয়ার জন্য ঘরে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন। এরই মধ্যে বিধান চন্দ্র বিদ্যুৎস্পৃষ্ট হলে স্ত্রী কমলী রানী তাকে রক্ষা করতে যায়। ঘটনাস্থলে দুজনেই বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।