নাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত সেমিনারে বক্তব্য দিয়েছেন খ্রিস্টান ও হিন্দু নেতারা। তারা ভেদাভেদ ও বৈষম্য ভুলে সবাইকে মিলেমিশে বসবাস করার আহ্বান জানান। উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে জামায়াতের উদ্যোগে গতকাল ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুল (সা.)-এর আদর্শ’ শীর্ষক এ সেমিনার হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেওয়া দুজন হলেন- বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. ফাদার শঙ্কর ডমিনিক গমেজ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক শ্রী জয়ন্ত সরকার। অনুষ্ঠানে ঐক্য পরিষদের উপজেলা সভাপতি শ্রী ধীরেন্দ্রনাথ সাহাও উপস্থিত ছিলেন।
মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মাসুদ আলম। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির ড. মীর নূরুল ইসলাম।