কয়েক দিনের প্রবল বর্ষণে গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে তীরঘেঁষা রানিগঞ্জ-তারাগঞ্জ-নরসিংদী সড়কের বেশকিছু অংশ নদীতে বিলীন হয়ে গেছে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘিঘাট মুচিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। সড়কটির প্রায় অর্ধেকটাই ধসে নদীতে চলে যাওয়ায় এখান দিয়ে বিভিন্ন ধরনের যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। খুব দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নিলে এ সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। সরেজমিন দেখা যায়, কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানিগঞ্জ বাজার থেকে তারাগঞ্জ বাজার হয়ে চরসিন্দুর সেতু পর্যন্ত ১২ ফুট প্রশস্ত সড়কটির বেশির ভাগ অংশ শীতলক্ষ্যা নদীর তীরঘেঁষে নির্মাণ করা হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন কাপাসিয়া ও শ্রীপুর থেকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা এবং সিলেট অঞ্চলের শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। রানিগঞ্জ বাজার থেকে দেড় কিলোমিটার দক্ষিণে ঘিঘাট মুচিবাড়ি এলাকায় সম্প্রতি প্রবল বর্ষণে সড়কের কিছু অংশ ধসে নদীতে চলে যায়। পিচ ঢালাই করা এ সড়কটির প্রায় অর্ধেকটাই ধসে নদীতে চলে গেছে। ফলে যানবাহনগুলো বেশ সতর্কতার সঙ্গে চলাচল করছে। এ সড়কটি অপরিচিত যানবাহন চালকদের জন্য রাতে মারাত্মক ঝুঁকিপূর্ণ। কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, দ্রুততম সময়ের মধ্যে সড়কটি সংস্কার প্রয়োজন। কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান বলেন, উপজেলা প্রকৌশলীকে (এলজিইডি) দ্রুত সড়কটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কাপাসিয়া উপজেলা প্রকৌশলী মো. মাঈনউদ্দিন জানান, অত্যন্ত ব্যস্ততম এ সড়ক। স্থানীয় লোকজনের সহায়তায় অস্থায়ী বাঁধ দিয়ে সড়কটি সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বরাদ্দ পাওয়ার পর স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
শিরোনাম
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতার আশা সৌম্যের
- জর্ডানে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, হতাহত ৬৬
- মৌসুমে প্রথমবার মুখোমুখি মোহামেডান-আবাহনী
- নালিতাবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- টাইগারদের এমন হারের পর যা বললেন বিসিবি সভাপতি
- ’৭১ এর জুলুমের পুনরাবৃত্তি ’২৪ এ করেছে আওয়ামী লীগ : প্রেস সচিব
- ট্রাম্পের শপথের আগে ইউক্রেনে হামলা জোরদার রাশিয়ার
- বুদ্ধিজীবী কবরস্থানে চীরনিদ্রায় শায়িত হবেন কবি হেলাল হাফিজ
- দেশ গড়ার দ্বিতীয় সুযোগ কাজে লাগানোর আহ্বান আসিফ নজরুলের
- ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড
- পতিত স্বৈরশাসক মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের দলীয়করণ করেছিলো: সালাম
- ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় ৯৩ মিসাইল ও ২০০ ড্রোন হামলা রাশিয়ার
- কিশোরগঞ্জে চোর সন্দেহে দু’জনকে পিটিয়ে হত্যা
- স্যাটেলাইটে ধরা পড়লো ইরানের নতুন ড্রোন ক্যারিয়ার
- শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক
- ফের অভিশংসন ভোটের মুখে পড়তে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
- টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাল ভারত
- জনগণের ইচ্ছা অনুযায়ী দ্রুত নির্বাচন হবে : আশাবাদ মির্জা ফখরুলের
- অপরাধীদের ক্ষমায় রেকর্ড করলেন বাইডেন!
- দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
প্রকাশ:
০০:০০,
বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪
শীতলক্ষ্যার গর্ভে সড়ক
অর্ধেক নদীতে, ঝুঁকি নিয়ে চলছে গাড়ি, যে কোনো সময় বন্ধের শঙ্কা
গাজীপুর প্রতিনিধি
টপিক
এই বিভাগের আরও খবর