বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মাদারীপুর জেলা আওয়ামী লীগ। রবিবার দুপুরে পৌর ঈদগাহ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদাীপুর জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃঞ্চ দে, আজাদ মুন্সি, পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানসহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ