কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৮৬ নেতাকর্মীর নামে দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটি করেন ফুলবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন।
এতে সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৮৬ জনের নাম উল্লেখ করা হয়। বিকেলে ফুলবাড়ী থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ১০০-১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে এ মামল দুটিতে। মামলা সূত্রে জানা যায়, উল্লেখিত আসামীরা গত ৪ আগস্ট বাদীর লোকজনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালালে বাদি পক্ষের কমপক্ষে দশজন গুরুতর আহত হন। বাদীর লোকজনের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাট চালানো হয়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম